দক্ষিনদিনাজপুর

আবার ট্যারেন্টুলার আতঙ্ক দক্ষিন দিনাজপুরে

ফের বিষাক্ত ও বিরল প্রজাতির মাকড়শা উদ্ধার হল বালুরঘাটে। বিষাক্ত এই মাকড়শা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট শহরের উত্তমাশা এলাকায়।

জানা যায়, ওই এলাকার স্নেহাশীষ দাস এর বাড়িতে বৃস্পতিবার বিকেলে লোমশ মাকড়শাটি দেখতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা জানান উদ্ধার হওয়া মাকড়শা  ট্যারেন্টুলার এক প্রজাতি। স্নেহাশীষ বাবু মাকড়শাটি নিয়ে গিয়ে বালুরঘাট বন দফতরে দিয়ে আসেন। বালুরঘাট বন দপ্তরের রেঞ্জ অফিসার আব্দুর রেজ্জাক লোমশ মাকড়শাটিকে ট্যারেন্টুলা প্রজাতির বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন।  ফের ট্যারেন্টুলা উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে বালুরঘাটে।

এবিষয়ে বন দপ্তরের রেঞ্জ অফিসার আব্দুর রেজ্জাক জানিয়েছেন,  ট্যারেন্টুলার এক ছোট প্রজাতির এর আগেও আমরা দিক্ষন দিনাজপুর থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দিয়েছি।